ইনফরমেশন সিস্টেমের মূলায়ন----bdnewsday3

 

ইনফরমেশন সিস্টেমের মূলায়ন

ইনফরমেশন সিস্টেমের মূলায়ন বলতে  এর পরিমাপকে বুঝায়।

ইনফরমেশন সিষ্টেম প্রয়োগের ফলে কোন সংগঠন বা প্রতিষ্ঠান তার কাজে কতটা দক্ষতা বা সফলতা অর্জন করতে পারছে তার উপরই ইনফরমেশন সিস্টেমের সফলতা নির্ভর করে। ইনফরমেশন সিস্টেম মূল্যায়ন করতে হলে কতগুলো সূচকের উপর নির্ভর করে। নিম্নে ইনফরমেশন সিস্টেমের মূল্যায়ন তুলে ধরা হয়েছেঃ

১. তথ্য উপস্থাপনঃ তথ্য উপস্থাপনের উপর ইনফরমেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে।  যে ইনফরমেশন সিস্টেম বোধগম্য বা সহজভাবে উপস্থাপন করতে পারে সেই ইনফরমেশন সিস্টেমকে অধিকতর দক্ষবলা যাবে। কারণ তথ্য কোনো কাজেই আসেনা যদি তা সঠিকভাবে উপস্থাপন না হয়।


২. তথ্যের উৎসঃ ইনফরমেশন সিস্টেমের জন্য একাধিক উৎস থেকে তথ্য-সংগৃহীত হয়। তথ্য সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য গ্রহণ যোগ্যতা যাচাই করা হয়। তথ্যের উৎস যত বেশি ইনফরমেশন সিস্টেম তত বেশি ও কার্যকর হয়। সেজন্য ইনফরমেশন সিস্টেম এর প্রয়োজন হয় দক্ষ পরিচালনা ও কাজের পরিবেশ। 


৩. প্রতিযোগিতার টিকতে সহায়তা ঃ ব্যবসায় প্রতিষ্ঠান কে প্রত্যহ নানা ধরনের প্রতিযোগিতায় সম্মুখীন হতে হয়। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের বিশ্লেষণ করতে হয়। 


৪. ব্যবসায়িক কাজে সহায়তাঃ ব্যবসায় প্রতিষ্ঠানে ইনফরমেশন সিস্টেম গড়ে তোলার মূল উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। 


৫. তথ্যের পর্যাপ্ততাঃ ইনফরমেশন সিস্টেম প্রয়োজনীয় পর্যাপ্ত তথ্য প্রতিষ্ঠান কে সরবরাহ করতে পারে কি না তার উপর ইনফরমেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে। পর্যাপ্ত তথ্য থাকলে তা থেকে প্রয়োজনীয় বিশ্লেষণ করা সম্ভব এবং তা থেকে সঠিকভাবে ফলাফল পাওয়া যেতে পারে। 

রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের ইতিহাস 

৬. নির্ভরশীলতাঃ ইনফরমেশন সিস্টেমের উপর একটি প্রতিষ্ঠান অনেকখানি নির্ভর করে।  একটি ভুল ইনফরমেশন একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের ক্ষক্ষতি করতে পারে।  যার কারনে ইনফরমেশন সিস্টেমের উপর একটি প্রতিষ্ঠান কতখানি নির্ভর করতে পারছে  তা নির্ভর করে ইনফরমেশন সিস্টেমের থেকে প্রতিষ্ঠানের জন্য কতটুকু নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব হচ্ছে তার উপর। 



এই ছিল আমাদের  ইনফরমেশন সিস্টেমের মূলায়ন সম্পর্কে তথ্য। এরকম আরো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।  আপনি যদি এই পোস্টে নতুন কিছু যুক্ত করতে চান তবে মন্তব্য করে জানাতে পারেন। bdnewsday3 সম্পর্কে সমস্ত আপডেট পেতে আমাদের Facebook পেইজে যুক্ত হোন।




পড়াশোনা করছি হিসাববিজ্ঞান বিভাগ  (BBA)। 

বর্তমানে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। 

                                              




0 Comments