কুমিল্লা জেলার মানচিত্র
কুমিল্লা জেলা আয়তন ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার।
জেলা কোড ( কুমিল্লা ৫৫)
নামকরণের ইতিহাস
প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি তিপুরা রাজ্যের অংশ হয়।কুমিল্লা নামকরণের অনেক প্রচলিত রুপকথা আছে, যার মধ্যে উল্লেখযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত। তার বর্ণনায় কিয়া - মল- স্কিয়া (kiamolonkia) নামক স্থানের বর্ণনা রয়েছে তা থেকে কমলাম্ক বা কুমিল্লা নামকরণ করা হয়েছে।
১৯৬০ সালে কুমিল্লা জেলা হিসাবে আন্তপ্রকাশ করে।
কুমিল্লার বিখ্যাত খাবার ( রসমালাই)
কুমিল্লার বিখ্যাত স্থান
- শালবন বিহার ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত সৈনিকদের সমাধিক্ষেত্ত।
- ময়নামতি ওয়ার সিমেট্রি।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)শাহ।
- সুজা মসজিদ।
- জগন্নাথ মন্দির।
- ধর্ম সাগর।
- বৌদ্ধ বিহারের ধ্বংশবশেষ।
- রুপবানমুড়া ও কুটিলামুড়া।
- বার্ড সংলগ্ন জোড়কানন দীঘি।
- জগন্নাথ দীঘি।
- বীরচন্দ্র গনপাঠাগার ও নগর মিলনায়তন।
- শ্রী শ্রী রাম ঠকুরের আশ্রম।
- রামমালা পাঠাগার ও নাটমন্দির।
- লাকসাম রোড।
- নবাব ফয়জুন্নেছার বাড়ি।
- গোমতী নদী।
কুমিল্লা শালবনবিহার |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত সৈনিকদের সমাধিক্ষেত্ত |
ময়নামতি ওয়ার সিমেট্রি |
কুমিল্লা জেলার উপজেলাসমূহ
- বরুড়া।
- চান্দিনা।
- দাউদকান্দি।
- লাকসাম।
- ব্রাহ্মণ্যপাড়া।
- বুড়িচং।
- চৌদ্দগ্রাম।
- দেবিদ্বার।
- হোমনা।
- মুরাদনগর।
- লাঙ্গলকোট।
- মেঘনা।
- তিতাস।
- মনোহরগন্জ।
- কুমিল্লা সদর।
- সদর দক্ষিণ।
- লালমাই।
0 Comments